সিলেটে ব্যবসায়ীকে গুমের হুমকি, মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/27/photo-1427460959.jpg)
সিলেটের শাহজাহান উল্লাহ পাওয়ার স্টেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আতাউল্লাহ সাকেরকে গুম করে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আজ শুক্রবার নগরীর আরামবাগ এলাকায় মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
সিলেটের শাহজাহান উল্লাহ পাওয়ার স্টেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আতাউল্লাহ সাকেরের কাছ থেকে চাঁদা চেয়েছে দুর্বৃত্তরা। নয়তো গুম করে হত্যার হুমকি দিয়েছে।
এর প্রতিবাদে আজ শুক্রবার বেলা ২টায় নগরীর আরামবাগ এলাকায় মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।
এ সময় সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজ আহমদ, করিমউল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাওসার আহমদ বক্তব্য দেন।
বক্তারা দেশে চলমান খুন ও গুমের ধারাবাহিকতায় সিলেটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও খুন-গুমের হুমকির জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।