বাস-হিউম্যান হলারের সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি হিউম্যান হলারের (ম্যাজিক গাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জামাল হোসেন জানান, কক্সবাজার অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়ার মুখী যাত্রীবাহী ম্যাজিক গাড়ির (হিউম্যান হলার) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন।
নিহতরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মুহাম্মদ আলীর ছেলে তারেক জিয়া (১৮), একই ইউনিয়নের ছগির শাহ কাটা গ্রামের বাহাদুর আলমের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও মেয়ে নুর আয়েশা (১২) এবং চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনার ছব্বির আহমদের ছেলে আহাদুল করিম (১৮)।
নিহত আরেক নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ম্যাজিক গাড়িটি (হিউম্যান হলার) দুমড়েমুচড়ে গেছে। বাসটি আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চালিয়েছেন।
ওসি আরো বলেন, এ ঘটনায় কোনো মামলাও দায়ের হয়নি।