৯ দিনেও মন্দিরা হত্যার ৩ আসামি গ্রেপ্তার হয়নি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/06/photo-1462550508.jpg)
নয়দিনেও মন্দিরা রানী পাল (২২) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যা মামলায় পুলিশ মন্দিরার শ্বশুর চিত্তরঞ্জন দাসকে (৫০) গ্রেপ্তার করলেও তাঁর কাছ থেকে কোনো তথ্য বের করতে পারেনি। এমনকি তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টাও করেনি পুলিশ।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল সকাল ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে শ্বশুরবাড়িতে নিজ ঘর থেকে মন্দিরার লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরের মেঝেতে পড়ে ছিলেন মন্দিরা। গলায় ছিল ফাঁস লাগানো। গলায় যুক্ত অর্ধেক দড়ি ছিল ঘরের আড়ার সঙ্গে লাগানো।
নিহত মন্দিরা নরসিংদীর উত্তর সাটিপাড়া গ্রামের শম্ভুনাথ পালের মেয়ে। মেয়েকে হত্যার অভিযোগে তিনি ২৮ এপ্রিল রাতে চান্দিনা থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে মন্দিরার স্বামী রিপন দাস (২৫), শ্বশুর চিত্তরঞ্জন দাসসহ আরো দুজনকে।
মন্দিরার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, প্রায় সাড়ে তিন বছর আগে পারিবারিকভাবে মন্দিরা ও রিপন দাসের বিয়ে হয়। তাঁদের দেড় বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে মন্দিরাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৮ এপ্রিল সকালে আসামিরা মন্দিরাকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন এবং আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার চালান।
মন্দিরা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রাথমিকভাবে সন্দেহে নিহতের শ্বশুর চিত্তরঞ্জন দাসকে আটক করি। আমরা প্রাথমিকভাবে তাঁকে জিজ্ঞাসা করেছি। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।’
এদিকে হত্যাকাণ্ডের পর থেকে নিহত মন্দিরার স্বামী রিপন পলাতক। তাঁর বক্তব্য পাওয়া যায়নি।