কুমিল্লায় এবি ব্যাংকের ১০ লাখ টাকা লুট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/19/photo-1463651660.jpg)
কুমিল্লার আলেখারচর এলাকা থেকে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের ১০ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে শহরের মুগলটুলী এলাকায় ব্যাংকের প্রধান শাখা থেকে ওই এলাকার একটি এটিএম বুথে টাকা নিয়ে যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ বিষয়ে বুধবার রাত সোয়া ৯টার দিকে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে এবি ব্যাংক কুমিল্লা শাখার প্রধান ক্যাশিয়ার সারোয়ার আলম ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফুল আলম ভাড়া করা একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে টাকা নিয়ে যাচ্ছিলেন। সিএনজিটি শাসনগাছা-আলেখারচর বিশ্বরোড সড়কের দুর্গাপুর হোন্ডা গ্যারেজের সামনে গেলে মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি তাদের গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা লুটে নেয়।
এ বিষয়ে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, এটিএম বুথে লোড দেওয়ার জন্য কাপড়ের ব্যাগে ১০ লাখ টাকা ও এটিএম ক্যাসেটভর্তি আরো ১৮ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে এ টাকা লুটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শুধু কাপড়ের ব্যাগের ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, এ বিষয়ে রাতে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।