নীলফামারীতে গম সংগ্রহ অভিযানে অনিয়মের অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/27/photo-1464364344.jpg)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গম সংগ্রহ অভিযানে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রকৃত কৃষকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।
কৃষকদের ন্যায্যমূল্য দেওয়ার লক্ষ্যে সরকার কিশোরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে ২২৮ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সরকারের এই উদ্যোগে কৃষকদের মুখে হাসি ফুটলেও নীতি-নির্ধারকদের চরম অব্যবস্থাপনায় প্রকৃত কৃষকদের আশা বিলীন হয়ে পড়েছে।
সরকারি দলের প্রভাবশালীদের দাপট এবং গম সংগ্রহ অভিযান কমিটির অব্যবস্থাপনায় চাষিদের তৈরি করা তালিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ।
অভিযোগ আছে, তালিকাভুক্ত চাষিরা অধিকাংশই গমচাষি নন। একশ্রেণির ফড়িয়া ব্যবসায়ী ও দলের প্রভাবশালী নেতাকর্মীরা নিরীহ কৃষকদের কাছ থেকে কৃষি ভর্তুকি কার্ড ১০০ থেকে ২০০ টাকার বিনিময়ে নিয়ে তা কৃষি দপ্তরে জমা করে। এবং এসব কৃষকের নাম চূড়ান্ত তালিকায় চলে আসে। ফলে প্রকৃত কৃষকরা সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
কিশোরগঞ্জ যদুমনি এলাকার গমচাষি সফিয়ার রহমান (২৭), কেশবা এলাকার মোফা (২৮) এবং শরিফুল (৩০) ইসলামের সঙ্গে কথা হলে তাঁরা জানান, অনেক ধরনা দিয়ে নাম লেখাতে না পেরে পানির দামে বাজারে গম বিক্রি করতে বাধ্য হয়েছেন তাঁরা।
এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলার গম সংগ্রহ অভিযান কমিটির সদস্য-সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সামসুল অভিযোগ অস্বীকার করে জানান, কৃষি দপ্তর থেকে গমচাষিদের তালিকা নিয়ে উপজেলা খাদ্য সংগ্রহ কমিটি যাচাই-বাচাই করে গমচাষিদের তালিকা প্রণয়ন করেছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।