কক্সবাজারে ২ লাখের বেশি ইয়াবা জব্দ, আটক ১২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বঙ্গোপসাগর থেকে আজ বুধবার দুপুরে ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায় বলে দাবি করেছে তারা।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে জালিয়াপাড়ার কাঁটাবন নদীর পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করে কোস্টগার্ড।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ১টার দিকে টেকনাফের কোস্টগার্ড স্টেশন গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় ১২ জন মাদক পাচারকারীকে আটক করে। আটক করার পর তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। অপরদিকে কোস্টগার্ড আউটপোস্ট শাহপুরী বিকেল সাড়ে ৪টায় জালিয়াপাড়ার কাঁটাবন নদীর পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য টাকা ১১ কোটি ৫০ লাখ টাকা। দুই অভিযানে নেতৃত্ব দেন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান।