বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৯
বগুড়ার শেরপুর উপজেলার ধনকুণ্ডি এলাকায় একটি অভিজাত হোটেলের সামনে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন দিনাজপুরগামী রেখা পরিবহনের চালক শামীম হোসেন বেলাল (৪২)। তাঁর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। একই বাসের যাত্রী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আজিজার রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩৫), দিনাজপুর শহরের বালুডাঙ্গা এলাকার নাজমুল হক সরকার (৩৫), দিনাজপুর সদরের খোদ্দ মাধমপুর গ্রামের পারভেজ আলম (৪০), রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামের বেনজির রহমান (৩৬) এবং দুর্ঘটনাকবলিত পাথরবোঝাই ট্রাকের চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জোরবাড়িয়া গ্রামের ভোলা মিয়া (৪২)।
আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক ধনকুণ্ডি এলাকায় পৌঁছালে দিনাজপুরমুখী রেখা এন্টারপ্রাইজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সাত পুরুষ যাত্রী নিহত হন।
ওই কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, নিহত ছয়জনের আত্মীয়স্বজনকে সংবাদ দেওয়া হয়েছে। অন্যদের নাম-পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, হাইওয়ে পুলিশ সুপার ইসরাফিল হাওলাদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।