ফেনীতে নির্বাচনী সংঘর্ষে গুলি, যুবক নিহত
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব হাজি তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ, বিএনপির সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে নূর হোসেন শিপন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন শিপন চরচান্দিয়া গ্রামের আবদুল করিমের ছেলে।
সংঘর্ষের সময় বিক্ষিপ্ত বোমার আঘাতে আহত হন সাতজন। তাঁরা হলেন ভোটগ্রহণের দায়িত্বে থাকা স্বপ্না রানী রায় ও অর্চনা রানী রায় এবং পুলিশ পুলিশ সদস্য অরুণ দেব, দুলাল রায়, ফখরুল ও শরিফুল। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্র ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে চরভৈরব হাজি তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন মিলন ও বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সামছুদ্দিন খোকনের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। তারা এই ভোটকেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। ধাওয়া-পাল্টাধাওয়া ককটেল বিস্ফোরণ চলতে থাকে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। সেই সংঘর্ষের একপর্যায়ে গুলিতে শিপন নিহত হন।
ফেনীর জেলা প্রশাসক (ডিসি) আমিন উল আহসান সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১০টা পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবেই চলেছে। ১০টার দিকে দুই পক্ষের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা মুখোমুখি হয়ে যায়।’
আমিন উল আহসান আরো বলেন, সংঘর্ষের সময় প্রিসাইডিং কর্মকর্তারা কোনো রকমে আত্মসমর্পণ করে।