গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনাত আলী (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ৩ টার দিকে আনাত আলীর নিজ বাঁশবাগানে এ ঘটনা ঘটে।
নিহত আনাত আলী গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কাজলাপাড়া এলাকার বাসিন্দা।
সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আনাত আলী নিজ বাড়ির কাজের জন্য বাঁশবাগান থেকে একটি বাঁশ কাটাতে যায়। বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তার বাঁশে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
একই তথ্য দিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।