‘মন্ত্রীসাব মিথ্যা কথা বলছে’ শুনে থমকে গেলেন স্বাস্থ্যমন্ত্রী
বক্তৃতার মাঝে হঠাৎই এক যুবক ডায়াসে পাশে এসে বললেন, ‘মন্ত্রীসাব মিথ্যা কথা বলছে, মন্ত্রীসাব মিথ্যা কথা বলছে’। মন্ত্রী থমকে গেলেন কিছুক্ষণের জন্য। বক্তব্য বন্ধ। এরপর ওই যুবককে নিয়ে কয়েকজনের ব্যস্ততা, ধমক। অন্য একজন মন্ত্রীর কানে এসে বলেন, ‘মাথায় সমস্যা, মাথায় সমস্যা’। মন্ত্রী তাঁর দিকে তাকিয়ে একটু হেসে বলেন, ‘মাথায় হু..হু..।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
এরপর আয়োজকরা যুবকটিকে স্টেজের পেছনে নিয়ে যান। পরে আয়োজকরা তাঁকে ‘পাগল’ সম্বোধন করে উপস্থিত পুলিশ সদস্যদের হাতে সোপর্দ করেন। পুলিশ তাঁকে আটক করে। আটক যুবকের নাম মুহিবুল্লাহ মুহিব।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির এক সমাবেশ চলাকালে এক যুবক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দিকে তেড়ে যান। পুলিশ তাঁকে আটক করেছে। তিনি তাঁর নাম মুহিবুল্লাহ মুহিব বলে জানিয়েছেন।
ওসি জানান, ‘তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর মানসিক সমস্যা আছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর কথাবার্তা ও মন্তব্য অসংলগ্ন। যুবকটি নরসিংদীর একটি কওমি মাদ্রাসার ছাত্র। আফজাল নামের একজনের সঙ্গে তিনি এই সম্মেলনে আসেন। আফজালকেও খোঁজা হচ্ছে।
যুবককে সরিয়ে নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী আবার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘আজকে তাই বলতে চাই, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই সময় বিএনপি-জামাত সেই একাত্তরের ঘাতকদের রক্ষা করার জন্য, আপনারা জানেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাঙালি মুসলমানদের হত্যা করেছিল, মা-বোনদের বেইজ্জত করেছিল, সেই ঘাতকদের রক্ষা করার জন্য আজকে একের পর এক নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। এখনো তারা শিশু হত্যা করছে, নারী হত্যা করছে। জ্বালিয়ে দিচ্ছে মানুষকে।’
মন্ত্রী বলেন, ‘আজকে বার্ন ইউনিটে গেলে দেখবেন, একজন মজুর, রিকশাচালক, শ্রমিক সেখানে অগ্নিদগ্ধ হয়ে আছে। মায়ের মমতা নিয়ে সেখানে ছুটে গেছে তাদের রক্ষা করার জন্য। এ কোন ধর্মের কথা বলেন, মানুষকে পুড়িয়ে মারা হবে? কোন ধর্মের কথা? আইএসকে সেদিন দেখেছি আমরা জর্ডানের দুজন পাইলটকে ইরাকে খাঁচার মধ্যে বন্দী অবস্থায় জ্বালিয়ে দিয়েছে। এটা আপনি সমর্থন করেন, ভাই সমর্থন করেন? বলেন করেন? কেউ সমর্থন করে না। একইভাবে আজকে খালেদা জিয়ার নির্দেশে মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাই আজকে আপনাদের অনুরোধ করব, আপনারা শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে ইসলাম যে শান্তির ধর্ম, সেই শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন।’
‘খালেদা জিয়াকে স্বাগত’
বক্তব্যে নাসিম খালেদা জিয়াকে সিটি নির্বাচনে স্বাগত জানান। তিনি বলেন, ‘আজকে বেগম খালেদা জিয়া, আপনি নির্বাচনের কথা বলেছেন, আপনার এ ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আপনি সিটি করপোরেশন নির্বাচনে আসতে চাচ্ছেন। ৫ জানুয়ারি নির্বাচন না করে যে ভুল করেছিলেন, তার মাশুল আপনাদের দিতে হচ্ছে। আপনার দল এখন বিলুপ্ত হওয়ার পথে। আপনার নেতৃত্ব বলে কিছু নাই। হরতাল দিয়েছেন-অবরোধ দিয়েছেন, কোনো মানুষ সে হরতাল-অবরোধ করে না। জনগণ সে হরতাল প্রত্যাখ্যান করেছে।’
এ সময় নাসিম উপস্থিত শ্রোতাদের কাছে প্রশ্ন রাখেন, ‘না হলে আপনারা কীভাবে এখানে আসলেন বলেন? বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসেছেন না ভাই? আপনারা এসেছেন, এখানে যানবাহন নিয়ে এসেছেন। ওনার হরতাল কেউ মানে না।’
‘জনগণের রায় মেনে নেব’
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে জনগণ যে রায় দেবে তা মেনে নেবে আওয়ামী লীগ। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন করছেন ভালো কথা। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত করবেন না। আমি দেখলাম পেপারে, আপনি নাকি কোর্টে যাবেন। ভালো কথা। কোর্টে যান, আইনের কাছে আত্মসমর্পণ করেন। এটা ভালো লক্ষণ। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার নামে কোনো ষড়যন্ত্র করবেন না। সিটি নির্বাচন হবেই। আল্লাহর রহমতে দুনিয়ার কোনো শক্তি নাই, এই নির্বাচন ঠেকাতে পারে। কেউ ঠেকাতে পারবে না।’
‘শেখ হাসিনার পক্ষ থেকে বলতে চাই, অঙ্গীকার আমাদের আছে। গণতন্ত্র রক্ষা করার। অবশ্যই রক্ষা করব। ৫ জানুয়ারির নির্বাচন যেমন কেউ ঠেকাতে পারে নাই তেমন সিটি নির্বাচন বানচাল করতে পারবেন না। জনগণ যে রায় দেবে আমরা সেই রায় মেনে নেব। নির্বাচন নিরপেক্ষ হবে, স্বচ্ছ হবে ইনশাল্লাহ,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে সেই সিটি মেয়র নির্বাচিত হবে। কিন্তু চক্রান্ত করে বেগম জিয়ার দল, আপনি নির্বাচন বন্ধ করতে পারবেন না। একটা কথা বলে যেতে চাই, যেভাবে মানুষকে মেরেছেন, বোমা মেরেছেন। জ্বালিয়ে দিয়েছেন, মানুষকে পুড়িয়ে দিয়েছেন। ওই সিটি নির্বাচনে ইনশাল্লাহ বাংলার জনগণ- ঢাকা, চট্টগ্রামের জনগণ ভোট দিয়ে তার জবাব দেবে ইনশাল্লাহ। এটা আমরা বলতে পারি।’
‘ভোট দিয়ে জবাব দেবে, খালেদার এই বোমাবাজি এবং জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত হিসেবে,’ যোগ করেন মন্ত্রী।
ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ।