তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ১টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।
তনুর ছোট ভাই আনোয়ার হোসেনসহ কুমিল্লা গণজাগরণ মঞ্চের সদস্যরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন। তাঁরা তনু হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে স্লোগান দেন।
আনোয়ার হোসেন বলেন, তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনটিও ভুল। এটা তাঁর পরিবার প্রত্যাখ্যান করেছে। তিনি দ্রুত তনুর হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
৮৬ দিন পেরিয়ে যাওয়ার পরও তনু হত্যা মামলার তেমন কোনো অগ্রগতি না থাকায় কুমিল্লাবাসী হতাশ বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশ নেওয়া গণজাগরণ মঞ্চের সদস্যরা। দ্রুত এই হত্যাকাণ্ডের কোনো ফল না এলে আবারও জোরালো আন্দোলনের ডাক দেওয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন অংশ নেওয়া শিক্ষার্থীরা।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে কলেজছাত্রী তনুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পর মামলার তদন্তভার বর্তমানে অপরাধ তদন্ত ব্যুরো (সিআইডি) কাছে ন্যস্ত।