সরকারি সুবিধার দাবি কুড়িগ্রাম পৌরসভার কর্মচারীদের
বেতন-ভাতাসহ সরকারি সব সুবিধার দাবিতে কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ ও মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র আব্দুল জলিল, অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হাফিজুর রহমান বুলু, পৌর সচিব এস এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রাসেল।
বক্তারা দ্রুত রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ সব সরকারি সুবিধার এক দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকষর্ণ করেন। পরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।