সাতক্ষীরায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫৬
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/17/photo-1466132635.jpg)
জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযানে সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর দুই কর্মী রয়েছেন।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাতক্ষীরার সাতটি উপজেলার আটটি থানায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক, নারী নির্যাতন, চোরাচালান, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
মিজানুর আরো জানান, সদর উপজেলায় গ্রেপ্তার হয়েছে ২০ জন।