মানিকগঞ্জে সাঁড়াশি অভিযানে দুই জামায়াতকর্মী আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/17/photo-1466134252.jpg)
জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন ঘিওরের করজনা এলাকার মো. হযরত আলীর ছেলে মো. মাসেম উদ্দিন (৪০) ও সিংগাইরের বলধারা এলাকার মো. রওশন আলীর ছেলে মো. নুরুজ্জামান (৩৫)।
আজ শুক্রবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জেলার বিভিন্ন এলাকায় যেকোনো ধরনের ধ্বংসাত্মক ও সহিংস ঘটনা নিবারণে সংশ্লিষ্ট থানা পুলিশ পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। এতে ওই দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।
গত তিন বছরে সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের হাতে বাংলাদেশে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। গত ৫ জুন চট্টগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হন। এসব ঘটনায় জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ।