মেহেরপুরে ভবন থেকে পড়ে কিশোর শ্রমিকের মৃত্যু

মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বাঁশের মাচা থেকে পড়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমেদ (১৬) শহরের গোরস্থানপাড়ার খাইরুল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন জানান, মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার লাল মিয়ার চারতলা নির্মাণাধান ভবনে দেয়াল পলেস্তারার কাজ করছিল শাকিলসহ কয়েকজন শ্রমিক। সেখানে অসাবধানবশত বাঁশের মাচা থেকে নিচে পড়ে যায় নির্মাণশ্রমিক শাকিল। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।