চান্দিনায় মার্কেটের ছাদ ধসে আহত ৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/24/photo-1466735228.jpg)
কুমিল্লার চান্দিনা বাজারে হারুন ভূঁইয়া মার্কেটের ছাদের একাংশ ধসে গেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের নিচে থাকা একটি অ্যাম্বুলেন্স।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন চান্দিনার ছায়কট গ্রামের হোসনে আরা ( ৪০)। গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই ভবনের দোতলায় একটি হাসপাতালে রোগীর স্বজনদের ভিড় ছিল। অতিরিক্ত মানুষের চাপে নড়বড়ে ভবনটির তিনতলায় ছাদের কার্নিশ ভেঙে পড়ে।
এ ঘটনার পর চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘এই তিনতলা মার্কেটটি অনেক পুরোনো। এর বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমার আশঙ্কা, এটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটিকে জনস্বার্থে পরিত্যক্ত ঘোষণা করা জরুরি।’