কুড়িগ্রামের দুই উপজেলাকে জামালপুরে সংযুক্তির প্রতিবাদ
কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলা জামালপুর জেলার সঙ্গে সংযুক্তির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন।
আজ রোববার দুপুরে রৌমারী উপজেলা পরিষদের সামনে দুই ঘণ্টাব্যাপী মানব বন্ধনের আয়োজন করে জেলা বাস্তবায়ন ও আন্দোলন কমিটি।
মানববন্ধনে আন্দোলন কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকির হোসেন বলেন, ‘দীর্ঘদিনের নারীর বন্ধন ছিন্ন করে অন্য জেলার সাথে সংযুক্ত হতে চাই না। আমাদের বাপ-দাদাদের আমল থেকে আমরা রংপুর বিভাগের আওতায় কুড়িগ্রাম জেলার সাথে আছি এবং আমৃত্যু থাকব। আমাদের কোনো শক্তিই আলাদা করতে পারবে না। এরপরও যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
জাকির হোসেন আরো বলেন, ‘আমরা রৌমারী ও রাজিবপুরবাসী এই দুই উপজেলাকে জামালপুরের সাথে সংযুক্ত নয় জেলা হিসেবে ঘোষণা দেওয়া হোক, সে অনুরোধ জানাচ্ছি।’
মানববন্ধন শেষে দাবি আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।