বরগুনায় প্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে হত্যা
বরগুনায় শিরিন আক্তার (১৭) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নলটোনা ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ জানিয়েছেন, শিরিন আক্তারের বাবা মারা যাওয়ার পর থেকে থেকেই নিকটাত্মীয়দের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে শিরিনের মা সালেহা বেগমের সঙ্গে প্রতিপক্ষ আবদুস সত্তার মাস্টার, কাওসার ও সিদ্দিকের ঝগড়া হয়।
এ বিষয়ে সালেহা বেগম ইউনিয়ন পরিষদে গিয়ে লিখিত অভিযোগ দিয়ে দুপুরে বাড়ি ফিরলে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দায়ের কোপে ঘটনাস্থলেই শিরিন মারা যায়।
সালেহা বেগমের দাবি, জমির বিরোধে শিরিনকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে।
অপরদিকে প্রতিপক্ষ সাত্তার মাস্টার, কাওসার ও সিদ্দিকের দাবি, সালেহা তাঁর মেয়েকে হত্যা করে তাঁদের ফাঁসানোর চেষ্টা করছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জানিয়েছেন, শিরিন আক্তারের প্রকৃত খুনিকে শনাক্তের চেষ্টা চলছে।