‘প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী কিশোরীকে খুন’
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে বরগুনার সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়ীয়া গ্রামের বাক প্রতিবন্ধী কিশোরী শিরিন আক্তারকে খুন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় শিরিন আক্তারের চাচাতো ভাই আফাং মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান জেলা পুলিশ সুপার বিজয় বসাক।
শিরিন আক্তারের বাবা মারা যাওয়ার পর থেকে থেকেই নিকটাত্মীয়দের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বুধবার সকালে শিরিনের মা সালেহা বেগমের সঙ্গে প্রতিপক্ষ কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়।
এ বিষয়ে শিরিনের মা সালেহা বেগম ইউনিয়ন পরিষদে গিয়ে লিখিত অভিযোগ দিয়ে দুপুরে বাড়ি ফিরলে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দায়ের কোপে ঘটনাস্থলেই শিরিন মারা যায়।
পুলিশ সুপার দাবি করেন, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ গতকাল রাতে শিরিনের বেশ কিছু নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আফাং মৃধা শিরিনকে হত্যা করেছেন বলে স্বীকার করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে আফাং মৃধাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরিবারে অন্য কোনো সদস্য এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশ সুপার।