বরগুনায় ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা
বরগুনায় জেলা ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. শামিম হোসেম সুমন (২৭)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বরগুনার বেতাগী উপজেলার বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন বরগুনার চরকলোনি এলাকার হাকিম কন্ট্রাকটারের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি বরগুনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পুলিশ সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, সুমন বরগুনার চরকলোনি এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলা গ্রামে। গ্রামের বাড়ির জমিজমা নিয়ে সুমনের চাচা আবদুস সালামের সঙ্গে তাদের পরিবারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ সকালে সুমন তাঁর চাচি দেলোয়ারা বেগমকে (৪৫) কুপিয়ে জখম করে। এরপর দেলোয়ারাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের দাবি, এ ঘটনার পর সন্ধ্যার সুমন বকুলতলা গ্রামে এলে এলাকাবাসী একত্রিত হয়ে সুমনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যান।
তবে জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুরাদুজ্জামান টিপন রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর যে দমন-পীড়ন চলছে তারই ধারাবাহিকতায় শামিমকে হত্যা করা হয়েছে।’