ঘুম থেকে তুলে আ.লীগ নেতাকে হত্যা, স্ত্রী গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রী গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর ইউনিয়নের পুরান কল্যাণপাড়া তিন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গতকাল রাতে সশস্ত্র মুখোশধারীরা জানালা ভেঙে ঘরে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই সিরাজ ও তার স্ত্রী ইয়াসমিন আক্তারকে গুলি করে। এতে সিরাজ নিহত হন এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হন।
পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইয়াসমিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য সিরাজ মেম্বারের লাশও সদর হাসপাতালে নেওয়া হয়।
এ ছাড়া রাত ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল গফুর ওরফে নাগু প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।