চান্দিনায় বাস খাদে পড়ে একজন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/05/photo-1467690377.jpg)
কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় ঢাকা থেকে কুমিল্লামুখী ‘এশিয়া ট্রান্সপোর্ট’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়েছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ থেকে ১০ জন।
আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনির জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ ও গাড়িটি উদ্ধার করা হয়েছে।