পিকআপভ্যান-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চারজনের

টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় যাত্রীবাহী পিকআপভ্যানের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা যাচ্ছিল যাত্রীবাহী একটি পিকআপভ্যান। গাড়িটি করাতিপাড়া বাইপাসে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক নিহত হন। আহত হন আরো নয়জন।
আহত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় চন্দ্র দেব জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।