কক্সবাজারে ভিক্ষুকে মারধর, হাসপাতালে ভর্তি

কক্সবাজার শহরের বায়তুশ শরফ এলাকায় মংয়্যাইন রাখাইন নামের এক শিষ্যের হামলায় উথেনদিতা মহাথের (৬৫) নামের এক বৌদ্ধভিক্ষু গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার সকালে শহরের উইমাচারা বৌদ্ধবিহারে এ ঘটনা ঘটে।
আহত ভিক্ষু উথেনদিতা মহাথেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ জানান, হামলাকারী মংয়্যাইন রাখাইন একজন মাদকসেবী। মাদক সেবনের জন্য ওই বৌদ্ধভিক্ষুর কাছ থেকে টাকা চেয়ে না পাওয়ায় ভিক্ষুকে কাঠের টুকরো দিয়ে মাথা ও হাতে আঘাত করে। এতে ভিক্ষু গুরুতর আহত হন। তাঁকে কক্সবাজার সদর হাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্যামল কুমার নাথ জানান, হামলাকারী মংয়্যাইন বৌদ্ধধর্মের এবং ভিক্ষুদের অনুসারী। হামলার সময় সে ভিক্ষুদের পোশাক পরিহিত ছিল।
বৌদ্ধ মন্দিরের অন্য ভিক্ষুদের সঙ্গে কথা বলে জানা যায়, হামলাকারী পোশাক পরা থাকলেও সে বর্তমানে ভিক্ষু নেই। মাদকাসক্ত হয়ে পড়েছে।