সন্দেহভাজন ডাকাতদের মধ্যে গুলিবিনিময়, দুজন নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সন্দেহভাজন দুদল ডাকাতের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের বড়ইতলী সারিয়ং নামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিনিময়ে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে তাঁদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া দুটি অস্ত্র, একটি তাজা গুলি ও ব্যবহৃত বন্দুকের খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, এলাকার আলোচিত রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিম ও রঙ্গিখালী এলাকার শিয়াইল্ল্যা ডাকাতের পক্ষের মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দলের সদস্যরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, তাজা কার্তুজের গুলিসহ দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, গুলিবিনিময়ের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।