কক্সবাজারে বৌদ্ধভিক্ষুর ওপর হামলাকারী গ্রেপ্তার

কক্সবাজারে বৌদ্ধমন্দিরের প্রবীণ এক ভিক্ষুকে কুপিয়ে আহত করার অভিযোগে তাঁরই অনুসারী আরেক ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে বান্দরবানের লামার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়াপাড়া বৌদ্ধমন্দির থেকে ময় অং রাখাইন মারমাকে (৪৫) গ্রেপ্তার করে লামা থানা পুলিশ। পরে তাঁকে কক্সবাজার থানায় সোপর্দ করা হয়।
ময় অং রাখাইন মারমা আহত ভিক্ষু উ পাঁই দিত্বার (৭৭) অনুসারী।
লামা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহেদ নূর জানান, পূর্বশত্রুতার জের ধরে কক্সবাজার শহরের উইমাতারা ক্যাংয়ের ভিক্ষু উ পাঁই দিত্বাকে গতকাল বুধবার সকাল ৭টার দিকে কুপিয়ে আহত করেন আরেক ভিক্ষু ময় অং রাখাইন। ঘটনার পর ময় অং রাখাইন লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়াপাড়া বৌদ্ধবিহারে আত্মগোপন করেন। খবর পেয়ে লামা থানা পুলিশের সদস্যরা গতকাল দিবাগত রাত দেড়টার দিকে দরদরী বড়ুয়াপাড়ায় অভিযান চালান। পরে আজ ভোরে হামলাকারীকে গ্রেপ্তার করে কক্সবাজার পুলিশে সোপর্দ করা হয়।