মেহেরপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর-যতারপুর সড়কের নূরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম শাহিন উদ্দিন (১৬)।
এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু জয়নাল আবেদীন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পরপরই জনতার তাড়া খেয়ে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ঠ ২০-০৭৮২) পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে ট্রাকের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
নিহত শাহিন উদ্দিন সদর উপজেলার পিরোজপুর গ্রামের এলেক উদ্দিনের ছেলে। সে মেহেরপুর শহরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত। আহত জয়নাল আবেদীন একই গ্রামের হকারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহিন উদ্দিন তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে মুজিবনগর উপজেলার যতারপুর থেকে নিজ গ্রাম পিরোজপুরে ফিরছিল। অপরদিকে দ্রুতগতির একটি ট্রাক পিরোজপুর থেকে যতারপুরের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে নূরপুরে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক ও আরোহী দুজনেই সড়কে ছিটকে পড়ে। এ সময় শাহিন উদ্দিন ঘটনাস্থলেই মারা যায় এবং জয়নাল গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শাহিনের মরদেহ ও আহত জয়নালকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিয়াম উদ্দিন বলেন, শাহিনের মাথায় মূল আঘাত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আহত জয়নালও গুরুতর আঘাত পেয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ট্রাকটি পালাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গিয়েছে। ট্রাকের চালককে আটক করে থানায় রাখা হয়েছে।