জাতীয় ঐক্য হলে সরকারের ক্ষমতা হারানোর ভয় : হান্নান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে জাতীয় ঐক্য হলে সরকারের ক্ষমতা হারানোর ভয় রয়েছে। এ কারণে তারা জাতীয় ঐক্যে এগিয়ে আসছে না।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, ‘ভোট-ডাকাতি করে উনারা ক্ষমতায় এসেছেন। ডাকাতি করা তো সন্ত্রাসী কর্মকাণ্ড? নাকি? তাদের দ্বারা এই সন্ত্রাস নির্মূল করা যাবে বলে আমি বিশ্বাস করি না।’
বিএনপি নেতা বলেন, ‘যদি বেগম জিয়া সফল হন, ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এই সরকার ব্যর্থ সরকার। সরকার কিছু করতে জানে না; বরং বিরোধী দল জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে।’
সম্প্রতি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের একাধিক নেতা জাতীয় ঐক্যের আহ্বান জানান। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা এ আহ্বানে সাড়া দেননি। দলটির অনেকেই বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার পরাদর্শ দেন।