সরকার জাতীয় ঐক্য চায় না : হান্নান শাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব. ) আ স ম হান্নান শাহ বলেছেন, এটা এখন স্পষ্ট, বর্তমান সরকার জাতীয় ঐক্য চায় না। এতে সন্ত্রাসী ও জঙ্গিরা আরো উৎসাহিত হবে।
আজ মঙ্গলবার সকালে গাজীপুরের আদালতে একটি বিস্ফোরক মামলার হাজিরা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান্নান এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, ‘এই কোর্টে বোমা মেরেছিল জেএমবি। বিএনপি তাদের ধরে শাস্তি দিয়েছিল। আর আওয়ামী লীগের আমলে সেই জঙ্গিরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে।’
কারা জঙ্গিদের সহায়তা করছে- এ প্রশ্ন রেখে হান্নান শাহ বলেন, ‘প্রতিদিন সংবাদ মাধ্যমে আসছে, আওয়ামী লীগ ও যুবলীগের কতিপয় সন্ত্রাসীরা টেন্ডার ছিনতাই, ব্যাংক লুট, বিকাশের টাকা লুট, সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকেও পেটাচ্ছে, আর এরাই হলো এ দেশের সোনার ছেলে। এ দেশের জনগণ আওয়ামী লীগের চরিত্র ভালোভাবে জানে। যদি আগামীতে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন হয় জনগণ তাদের ভোট দিতে পারে, তবে জনগণই তাদের উচিত শিক্ষা দেবে। তারা আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।’
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও আইনজীবীরা হান্নান শাহর সঙ্গে ছিলেন।