সরকারি গাড়ি ব্যবহার করে ফেনসিডিল ব্যবসা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/15/photo-1429082544.jpg)
সিলেট জেলা প্রশাসকের পুলের সরকারি গাড়ি দিয়ে ফেনসিডিল বহনের সময় রুমন নামের এক চালককে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় সরকারি জিপ গাড়ি ও এর মধ্যে থাকা ৩৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় গতকাল রাতে সিলেট নগরের ইসলামপুরে র্যাব-৯-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়।
র্যাব-৯-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে নগরীর শিবগঞ্জে জেলা প্রশাসকের পুলের সরকারি জিপ আটক করা হয়। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায় এবং চালক রুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মেজর হুমায়ুন জানান, রুমন তাঁদের জানিয়েছেন, তিনি এ ধরনের মাদকের চালান সিলেট সার্কিট হাউসে এনে নিরাপদে রাখতেন। সেখানে তিনি পাইকারি ও খুচরাভাবে বিভিন্ন সময় ক্রেতাদের কাছে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তিনি এভাবে জেলা প্রশাসকের গাড়ি ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছিলেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, ওই গাড়ি জব্দ দেখিয়ে চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, রুমন সরকারি নিয়োগপ্রাপ্ত চালক। তিনি যে গাড়িসহ আটক হয়েছেন, সেটা পুলের গাড়ি। সরকারি কর্মকর্তারা তা ব্যবহার করতেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে।