কুষ্টিয়ায় গ্রেপ্তার শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/20/photo-1469016037.jpg)
কুষ্টিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে আটক হওয়া এক শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই শিক্ষার্থীরা সবাই ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
গতকাল মঙ্গলবার রাতে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৬(২)/২৫ (ঘ) ধারায় এই মামলা করেন।
মামলার আসামীরা হলেন- সরকারি মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) থেকে আটক হওয়া জঙ্গিদের অর্থদাতা ফার্মেসি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলম (৪৫), ছাত্রশিবিরের সাথী আব্দুল হান্নান (২১) ও আব্দুল মান্নান (২১), শিবির কর্মী ইব্রাহিম আলী (১৯), মোহাম্মদ ইউসুফ (২০), সাইফুল ইসলাম (২১), আহসান হাবিব (২২), কাজী ফয়েজ আহম্মেদ সৌরভ (২২), আব্দুল করিম (২১) এবং মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে আটক হওয়া শিবিরকর্মী আমিমুল এহসান (২২), শরীফ হোসেন (২২), আল মুনতাসির (২১) ও আলমাস আহমেদ আবীর (২২)।
মডেল থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি মেডিকেল অ্যাসিসট্যান্ট টেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) হোস্টেলে অভিযান চালিয়ে নয়জন এবং বিকেলে কুষ্টিয়া মেডিকেল কালেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এক শিক্ষক ও শিবির নেতা কর্মীদের গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।