হাটহাজারী জামায়াতের আমিরের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের হাটহাজারীতে পেট্রলবোমাসহ সাত শিবিরকর্মীকে আটকের ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ ২২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি ওমর ফারুকসহ ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোররাতে মেখল রোডের শায়েস্তা খাঁ পাড়ার একটি ভবন থেকে ১৮টি পেট্রলবোমা, ১২০টি চকোলেট বোমা, বোমা তৈরি ও যানবাহন বিকল করার সরঞ্জাম, মারবেল, গুলতি উদ্বার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া শিবিরের সাবেক সভাপতি ওমর ফারুকের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে শিবিরকর্মী মঈন উদ্দিন (২৪), নজরুল ইসলাম (২১), সুজাত হোসেন (২৩), মাহামুদুল হাসান (২৪), আবদুল মালেক (১৯) ও খায়রুল আমিনকে (২৩) গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নজরুল, সুজাত ও মাহামুদুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
ওসি ইসমাইল জানান, গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।