জঙ্গিরা আহম্মকের স্বর্গে বাস করছে

যারা মনে করে বাংলাদেশকে জঙ্গিবাদের উর্বরভূমি বানানো যাবে তারা আহম্মকের স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ রোববার কক্সবাজারের কলাতলীতে অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশপ্রধান এসব কথা বলেন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশপ্রধান জঙ্গিবাদ রুখে দিতে সামাজিকভাবে সচেতনতামূলক বিপ্লব ঘটানোর আহ্বান জানান।
এই দেশের মানুষ কখনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে সমর্থন করে না বরং অন্তর থেকে ঘৃণা করে উল্লেখ করে আইজিপি বলেন, ‘এর প্রমাণ, এই যে যারা জঙ্গি নিহত হয়েছে, তাদের আত্মীয়-স্বজনও কিন্তু তাদের ঘৃণা করে, বাবা-মাও তাদের লাশ নিতে আসে নাই। কাজেই যারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে জঙ্গি হয়েছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এখনো সময় আছে তোমরা সঠিক পথে চলে আস।’
জঙ্গিবাদ থেকে ফিরে এলে সরকার তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার পথে সহযোগিতা করবে বলেও জানান পুলিশপ্রধান। তিনি বলেন, ‘যারা জঙ্গি হয়েছে তারা যদি কোনো নাশকতা না করে থাকে, কোনো হত্যাকাণ্ড না করে থাকে তাদের কেউ কোনো ডিস্টার্ব করবে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন আমরা কমিটমেন্ট করছি, তোমাদের কোনো ধরনের ডিস্টার্ব করা হবে না। তোমরা শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করবে, পরিবারের সঙ্গে থাকবে।’
‘আর যারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত ছিল দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। তারপরও তারা যদি সংশোধন হয়, সরকার অতীতে অনেক অপরাধচক্রকে সাধারণ ক্ষমা করেছে, সেটাও সরকারের বিবেচনায় থাকতে পারে। এই পথ থেকে যদি তারা চলে আসে।’
এ কে এম শহীদুল হক বলেন, ‘তারা যদি মনে করে, কেউ কেউ আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে, তারা বলেছে, আমি তো স্যার জঙ্গি হয়ে গেছি, আমার তো থাকার জায়গা নাই। থাকার তো কোনো জায়গা নাই, কাজেই আমি তো পরিবারের সঙ্গে যেতে পারব না, স্বাভাবিক জীবনে যেতে পারব না।’
‘তাদের জন্যই আমাদের এই ম্যাসেজ, স্বাভাবিক জীবনে তোমরা আসতে পারবা। ভুল বুঝে যদি তোমরা চলে আস, তাহলে সরকার অবশ্যই এই ব্যাপারে চিন্তা করতে পারে’, যোগ করেন পুলিশপ্রধান।
এ সময় আইজিপি রোহিঙ্গাদের ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশকে যারা সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান বানাতে চায় তারাই এদেশে জঙ্গিবাদের প্রবক্তা।