দেশে জঙ্গি কর্মকাণ্ড কমে গেছে : আইজিপি

দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড কমে গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার দুপুরে রাঙামাটি শহরের পৌরসভা এলাকায় পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
আইজিপি শহীদুল হক বলেন, দেশে জঙ্গি সংগঠন আছে, কিন্তু পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড কমে গেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের দাবিয়ে রেখেছে। জঙ্গিদের অনেকেই পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছে। অনেকে এনকাউন্টারে মারাও গেছে।
এ সময় পার্বত্যাঞ্চলের পুলিশের জন্য আবাসন অবকাঠামোসহ যানবাহন সুবিধা বাড়ানো হবে বলেও জানান আইজিপি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ চালিয়ে যাচ্ছে।
এর আগে আইজিপি ফলক উন্মোচনের মাধ্যমে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত পুলিশ অফিসার্স মেস ভবনের উদ্বোধন করেন। এ সময় রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারেকুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ড বিষয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি প্রসঙ্গটি এড়িয়ে যান এবং এই বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।