সিরাজগঞ্জে নসিমন-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/17/photo-1429279839.jpg)
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (৫৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান জেলার সলঙ্গা থানাধীন মালতিনগর গ্রামের বাসিন্দা।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) এ বি সিদ্দিকী জানান, দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় সাইদুর রহমান, সোমা খাতুন, দেলোয়ার হোসেন, আবদুল্লাহ ও মমিন উদ্দিনসহ ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান মারা যান।