বাগেরহাটে ছুরিকাঘাতে যুবক নিহত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল হাওলাদার (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সুজন নামের আরেক যুবক।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট জেলা পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। এ ঘটনায় আহত সুজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহেলের ভাই সোহাগ বলেন, ‘আমি মেলায় গিয়েছি। আমি যাওয়ার পর ওরে দেখছি গেটের সামনে দাঁড়ানো। তখন ওরে কইলাম যে সোহেল তুই বাসায় যাবি না? না, তুই যা, আমি আসতিছি। ওর সাথে আরো দুই-তিনডা ছেলেফেলে ছিল, ওরই বন্ধু-বান্ধব।...এরপর আমি বাসায় চইলে আসিছি।পাঁচ মিনিট পর আমারে ফোন করছে। তোর ভাইরে কুপাইছে।’
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহাবুবুর রহমান জানান, বাগেরহাট জেলা পরিষদ মাঠে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাতে মেলার গেটে একদল বখাটের ছুরিকাঘাতে সোহেল হাওলদারসহ দুই যুবক আহত হন। এ অবস্থায় সোহেলকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।