কালবৈশাখীতে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/19/photo-1429436715.jpg)
কিশোরগঞ্জে কালবৈশাখীতে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিধ্বস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি। বাবা-ছেলের বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। বাকিদের কটিয়াদী, বাজিতপুর ও কুলিয়ারচরে।
পাকুন্দিয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, এই উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামে গতকাল শনিবার রাতে ঝড়ের সময় টিনের ঘরের চালে গাছ ভেঙে পড়ে একই সাথে হজরত আলী (৪৫) ও তাঁর ছেলে রিজন (৮) মারা যায়। একইভাবে ঘরের চালে গাছ ভেঙে পড়ে কটিয়াদী উপজেলার চর আলগী গ্রামের আবদুল মান্নান (৪৫) মারা গেছেন বলে কটিয়াদী পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ জানান।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা বলেন, এই উপজেলায় আম কুড়ানোর সময় ঝড়ে মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়লে রিমা (১২) নামে এক শিশু মারা যায়। কুলিয়ারচর উপজেলার বিটিবাড়ি এলাকায় গাছচাপায় মারা যান শীতল বর্মণ (৩২)।
গতকাল সন্ধ্যায় শুরু হয়ে মাঝ রাত পর্যন্ত থেমে থেমে কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় অনেক এলাকা দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন ছিল। রাস্তায় গাছপালা ভেঙে পড়ায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকে। তা ছাড়া ইরি বোরো ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার উপপরিচালক অমিতাভ দাস বলেন, বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু এখনো পরিমাণ জানা যায়নি।