কল্যাণপুরের বাড়ির মালিকের ছেলেসহ চারজন কারাগারে

রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিলে তথ্য যাচাই-বাচাই না করে বাড়িভাড়া দেওয়ার অভিযোগে বাড়ির মালিকের ছেলেসহ চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুইদিনের রিমান্ড শেষে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান চারজনকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে চারজনের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন বাড়ি মালিকের ছেলে মাজহারুল ইসলাম, ভাড়াটিয়া মাহফুজুল আলম, মোমিন উদ্দিন ও জাকির হোসেন।
এর আগে গত ২৮ জুলাই একই আদালত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পাঠান।
সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার রনপ কুমার ভক্ত এসব তথ্য এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজ বাড়িতে ২৬ জুলাই ভোরে পুলিশ অভিযান চালায়। অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গি মারা যায়।
হাসান নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। এরপর ওই বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে আটক করে পুলিশ। তাঁর স্বামীর নাম আতাহার উদ্দিন আহমেদ। তিনি প্রবাসী।
ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য না নেওয়া ও পুলিশের কাছে ভাড়াটিয়া সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগ এনে মামলাটি করেছে পুলিশ।
এদিকে গতকাল শনিবার একই অভিযোগে বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে কারাগারে পাঠানো হয়। তাঁর জামিনের শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।