জামালপুরে কালবৈশাখীতে নিহত ১, আহত ৩০
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কালবৈশাখীতে গাছচাপা পড়ে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বকশীগঞ্জ উপজেলা সদর, সাধুরপাড়া ও কামালপুর ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে আধা ঘণ্টাব্যাপী কালবৈশাখী বয়ে যায়। এতে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও বহু গাছপালা উপড়ে পড়ে। ঝড়ে গাছচাপা পড়ে সদর উপজেলার পাখিমারা গ্রামের মোকছেদ আলীর মেয়ে নিঝুম বেগম মারা যায়। বিভিন্ন স্থানে গাছ ও ঘরচাপা পড়ে আহত হয় অন্তত ৩০ জন।
গুরুতর আহত শাকিল (৫), জয়লা বেগ (৩৫), ফরহাদ আলী (৩৫) ও রফিকুল ইসলামকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান আজ বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্তদের জন্য দেড় লাখ টাকা ও ১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।