লৌহজং নদী অবৈধ দখলমুক্ত করতে অভিযান

ছবি : এনটিভি
টাঙ্গাইলে নদী, খাল, জলাশয় অবৈধ দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের নেতৃত্বে এ অভিযান চলছে।
আজ বুধবার সকালে টাঙ্গাইল পৌর শহরের পাশ দিয়ে বয়ে চলা লৌহজং নদী অবৈধ দখলমুক্ত করতে অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ছানোয়ারুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে নদী-নালা-খাল-বিল-জলাশয় ভরাট করা যাবে না। সেই নির্দেশনা মোতাবেক আজ থেকে লৌহজং নদী অবৈধ দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে।