যৌন হয়রানির বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে যৌন হয়রানি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। আজ বুধবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
নারীদের যৌন হয়রানি বন্ধসহ পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হেনস্তার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকার কমিশন, নারী পক্ষ, দুর্বার নেটওয়ার্ক এবং নারী যোগাযোগ কেন্দ্র সংগঠনসহ নারীদের বিভিন্ন সংগঠনের কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ডনাইপ্রু মারমা, অ্যাডভোকেট সারা হোসেন, নারী নেত্রী রুপনা দাশ, সুচিত্রা তঞ্চঙ্গ্যাসহ অনেকে।
বক্তারা বলেছেন, সারা দেশে নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে। নারীদের ওপর যৌন হয়রানির প্রবণতাও আশঙ্কাজনক হারে বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের দিনে নারীদের যৌন হয়রানিকারীদের ছবি-ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করা সত্ত্বেও অপরাধীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নারীদের অধিকার এবং নিরাপত্তা প্রদানের দাবি জানান বক্তারা।