হরিণ শিকার করায় ২ মাসের সাজা
বাগেরহাটের মংলায় হরিণ শিকার করে বাজারে মাংস বিক্রি করার দায়ে নিখিল চন্দ্র (৬৫) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মংলার দিগরাজ বাজার থেকে হরিণের মাংসসহ তাঁকে আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট রাহাতুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংসসহ নিখিল চন্দ্রকে আটক করা হয়। বিকেলে তাঁকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিখিলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাজমুল হক। আগামীকাল বৃহস্পতিবার সকালে নিখিল চন্দ্রকে পুলিশের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।
দণ্ড পাওয়া নিখিল বুড়িরডাঙ্গা ইউনিয়নের বৈরাগীখালী গ্রামের বাসিন্দা। তিনি সুন্দরবন থেকে হরিণ শিকার করে কৌশলে সেই মাংস দিগরাজ বাজারে বিক্রি করছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড।