যুবদলনেতা হত্যা মামলায় জেলা আ.লীগনেতা ৫ দিনের রিমান্ডে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/21/sirajganj_rimand_news_pic.jpg)
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় তাঁকে এই রিমান্ডে নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আব্দুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করির এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের পিপি রফিক সরকার বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু। এই ঘটনায় করা মামলায় আব্দুর রহমান এজাহারভুক্ত আসামি।
এর আগে গত ১০ নভেম্বর দুপুরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হন আব্দুর রহমান। গণপিটুনির পর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে সিরাজগঞ্জে আনা হয়।