জঙ্গিবাদ হচ্ছে বিষফোঁড়া : তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘জঙ্গিবাদ-মৌলবাদ হচ্ছে বিষফোঁড়ার মতো। জঙ্গিবাদ-মৌলবাদ মানুষকে ধ্বংস করে দেয়। আমরা এখন উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কেউই চাই না আমাদের দেশকে কেউ আফগানিস্তান বানাক। যেই বানাতে চাইবে তাকে প্রতিহত করতে হবে।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের গাছকুমুল্লী ও বারপাখিয়া এলাকার বন্যা এবং ধলেশ্বরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তারানা হালিম আরো বলেন, ‘একমঞ্চে আমরা কখনো জামায়াত-শিবির ও হরকাতুল জিহাদের সঙ্গে বসব না।’
এ সময় প্রতিমন্ত্রী ধলেশ্বরী নদীর বাবুপুর-লাউহাটিতে একটি স্থায়ী গাইড বাঁধ নির্মাণের আশ্বাস দেন।
দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী সকালে লাউহাটি ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।