এক খুঁটিতে জাতীয় পতাকার ওপরে কালো পতাকা, গ্রেপ্তার ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/15/photo-1471263942.jpg)
জাতীয় পতাকা অবমাননার দায়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঁরা হলেন উপজেলা শহরের নতুন বাবুপাড়ার জামাল উদ্দিন (৩০) ও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার চৌধুরীপাড়ার মোকছেদুল ইসলাম (২৮)।
সোমবার দুপুরে জেলার সৈয়দপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁদের আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, জামাল উপজেলা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সরকার এন্টারপ্রাইজের কর্মচারী আর থানার সন্নিকটে ইউসুফ ব্রাদার্সের কর্মচারী মোকছেদুল।
‘আজ জাতীয় শোক দিবস উপলক্ষে এ দুটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও কালো পতাকা একই খুঁটিতে উত্তোলন করা হয়। জাতীয় পতাকার ওপরে টানানো হয়েছে কালো পতাকা। এতে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। আর এ কারণে কর্মচারী জামাল ও মোকছেদুলকে গ্রেপ্তার করা হয়।’
ওসি আরো জানান, দুজনকে বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে।