গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, দুই ব্যবসায়ীর মৃত্যু
সিরাজগঞ্জ সদর উপজেলায় রাস্তায় ঝরে পড়া গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তাঁত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও ইউসুফ আলীর ছেলে আনিসুর রহমান (৩৭)।
সদর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান এনটিভি অনলাইনকে জানান, পিপুলবাড়িয়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঝড়ে রাস্তায় পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই তাঁত ব্যবসায়ীর মৃত্যু হয়।
এসআই আরো জানান, তাঁরা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা লাশ নিয়ে যায়। একটি দ্রুতগামী বাসকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে।