সংঘর্ষের সময় এসিড নিক্ষেপ, দগ্ধ ৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/24/photo-1429876482.jpg)
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুই সুতা-রং ব্যবসায়ীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় দোকানে রাখা এসিড নিক্ষেপে পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার তামাই বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার নাগগাতী গ্রামের মৃত হারুনার রশিদ সরকারের ছেলে অসীম সরকার (৩৭), তামাই গ্রামের মৃত মন্নাফ প্রামাণিকের ছেলে হেলাল প্রামাণিক (৪৫), একই গ্রামের হাজি উমর আলীর তিন ছেলে হজরত আলী (৩০), মাহবুব হোসেন (৩৫) ও গফুর আলী (৪৫)। তাঁদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে অসীম সরকার ও হেলাল প্রামাণিককে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় তামাই বাজারের সুতা-রং ব্যবসায়ী লতিফ ফকির ও মাহবুব হোসেনের মধ্যে ব্যবসা নিয়ে কথাকাটাকাটি হয়। এ সময় দুজনেরই লোকজন সেখানে উপস্থিত হলে প্রথমে হাতাহাতি ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় লতিফ ফকির ও তাঁর লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর দোকানে রাখা এসিড ছুড়ে মারে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। এতে দুই পথচারী মাহবুব হোসেন ও তাঁর ভাই দগ্ধ হন। তাঁদের হাত-পা, মুখ, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। দ্রুত এলাকাবাসী তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। লতিফ ও তাঁর লোকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) ফারুক আহমেদ দুজনকে ঢাকায় স্থানান্তরের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।