নীলফামারীতে জামায়াতকর্মীসহ গ্রেপ্তার ১৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/17/photo-1471441348.jpg)
নীলফামারীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২ নেতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন জামায়াতকর্মী ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুমারপাড়ার জিয়াউল হক এবং ডিমলা উপজেলা ছাত্রশিবিরের অর্থবিষয়ক সম্পাদক ও আকাশকুড়ি গাছবাড়ী গ্রামের শরিফুল ইসলাম (২১)।
নীলফামারী পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।