কুমিল্লায় ট্রাক-অটোর সংঘর্ষে নিহত ৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/20/photo-1471701439.jpg)
ছবি : এফএনএস
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের পান্নার পুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাসিমা, সোহাগ, রুবেল, মান্নান মিয়া ও সোহেল। তাঁদের সবাই বাড়িই মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে তিনজনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকি দুজনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে তাঁরা মারা যান বলে জানান ওসি।