টাঙ্গাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

টাঙ্গাইলের মধুপুর উপজলার টেলকি-গায়রা এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
আজ রোববার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, দুটি চাপাতি, বিভিন্ন ধরনের বই ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার শঙ্কায় পুলিশ মধুপুরের বিভিন্ন এলাকা নজরদারিতে রাখে। ভোর ৪টার দিকে গায়রা এলাকায় তল্লাশির উদ্দেশ্যে একটি মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী পুলিশের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ গুলি চালালে দুজন আহত হয়।
পরে স্থানীয় লোকজন দুজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, বন্দুকযুদ্ধে নিহত দুজন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।